close

Geography gk in bengali part 3


Geography gk in bengali:হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম।  যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় Geography gk in bengali  বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জিকে  এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে Geography gk in bengali থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.কয়েকটির নমুনা দিলাম .সম্পূর্নই ডাউনলোড নিম্নের লিংক থেকে.

Geography gk in bengali part 3



1. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?
উত্তর : 4 ঠা জানুয়ারি
2.  নীল গ্রহ' (Blue planet)” কাকে বলে?
উত্তর : পৃথিবী
3. ‘বন্দীপুরঅভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত ?
উত্তর : কর্ণাটক
4. নীচের কোনটিকে বাদামী কয়লা (brown coal) বলে?
উত্তর : লিগনাইট
5. এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
উত্তর :  ইয়াংজে
6. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?
উত্তর :  হাওড়া থেকে হুগলী
7. শোলা অরণ্য দেখা যায় কোথায় ?
উত্তর :  পশ্চিমঘাট পর্বতে
8. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
9.  জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়?
উত্তর :  16 - 54 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি
10. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গ  কোন জেলাটি ছিল না?
উত্তর :  কোচবিহার
11. পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত ?
উত্তর :  77.08%
12. সুন্দরী গাছ পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায় ?
 উত্তর : সুন্দরবনে
13.  কোন রাজ্যের  সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে ?
উত্তর:  ঝাড়খন্ডের
14. লাক্ষা দ্বীপপুঞ্জ কি প্রকৃতির ?
উত্তর: প্রবাল দ্বীপপুঞ্জ
15. কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?
উত্তর: ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি
16. মানস সরোবর কোথায় অবস্থিত ?
উত্তর: কৈলাস পর্বতশ্রেণিতে
17.  শিলং শহর কোথায় অবস্থিত ?
উত্তর: খাসি পর্বতে
18. মহাকাশে (Space) কোনো মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে?
উত্তর: কালো  (black)
19. সূর্যোদয়ের দেশ কাকে বলে  ?
উত্তর : জাপান
20. ব্যারোমিটার পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কি পরিবর্তন হবে?
উত্তর: খুব ঝড় হবে

Geography gk in bengali part 3 Geography gk in bengali part 3 Reviewed by Alok on April 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.