close

Bengali general knowledge part 3

Bengali general knowledge part 3:  :হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম।  যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় general knowledge  বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জিকে এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে general knowledge থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.


Bengali general knowledge part 3



1.. তড়িৎ প্রবাহ মাত্রা মাপার এককের নাম কি?ত্তর : অ্যাম্পিয়ার

2.একক হীন  একটি রাশির নাম করো?
উত্তর : পারমাণবিক গুরুত্ব,আণবিক গুরুত্ব,আপেক্ষিক গুরুত্ব
3. দিপনপাবল্য বা দীপ্তি এর একক কি?
উত্তর : ক্যান্ডেলা
4. শূন্য স্থানে আলোর বেগ কত?
উত্তর :  4.186000 Sq/mile
5.শক্তির SI unit ki?
উত্তর : জুল
6.স্কেলার রাশি কি?
উত্তর :  যে সকল রাশির মান আছে কিন্তু দিক নাই
7.সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি মাপা হয়
উত্তর : বস্তুর ভর
8. ঘানার আগে কী নাম ছিল ?
উত্তর : গোল্ড কাস্ট
9.উষ্ণতার এস আই একক কি?
উত্তর : কেলভিন
10.পৃথিবীর বয়স নির্ণয় করতে কোন   আইসোটোপ ব্যবহার করা হয়?
উত্তর : কার্বন -14
11.আইসোটোপ নেই এমন একটি মৌলের নাম বলো
উত্তর : সোডিয়াম
12. নিউক্লিয়নগুলির মধ্যে কোনটির ভর সর্বাধিক?উত্তর : নিউট্রন
 13. ভারতের কোন্ অরণ্যে সিংহ দেখা যায় ? উত্তর : গির অরণ্য
14.  হায়দ্রাবাদ কোন্ নদীর তীরে অবস্থিত ?
উত্তর : মুসি
15. হীরাকুঁদ বাঁধ কোন্ নদীর উপর অবস্থিত ? উত্তর : মহানদী
16. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী ?
উত্তর : হীরাকুঁদ বাঁধ
17. কোন্ নদীর উপর ভাকরা-নাঙাল বাঁধ অবস্থিত ?
উত্তর : শতদ্রু
18. কমলালেবুর শহর কাকে বলে ?
উত্তর : নাগপুরকে
19. 'হর্ষচরিত' কার লেখা ?
উত্তর : বানভট্ট
20. হাইড্রার গমন অঙ্গের নাম কী ?

Bengali general knowledge part 3 Bengali general knowledge part 3 Reviewed by Alok on April 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.