Life science in Bengali part 3
Life science in bengali :যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় জীবন বিজ্ঞান বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত পরীক্ষায় জীবন বিজ্ঞান থেকে অনেক সময় প্রশ্ন আসে । তাই আজকের পোস্টে জিকে জীবন বিজ্ঞান (Life science in bengali ) থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো .তবে টির সম্পূর্ণ টির পিডিএফ ডাউনলোড করুন নিম্নে থেকে .
Life science in Bengali part 3
1.অপরিণত অবস্থায়
জননক্ষমতা অর্জিত হলে তাকে কী বলে?
উত্তর :পিডোজেনেসিস
2. মাছির লার্ভা কে কী
বলে?
উত্তর: ম্যাগট
3.ঝিঝি পোকার লার্ভা কে
কি বলে?
উত্তর: গ্রাব
4. একটি সম্পূর্ণ চক্রে
কত সময় লাগে?
উত্তর:0.4 সেকেন্ড
5.কোন শ্রেণীর রক্তে কোন
এন্টিজেন নেই ?
উত্তর: O
6.পিত্তরসের রাসায়নিক
ধর্ম কি ধরনের?
উত্তর: ক্ষারীয়
7. পিত্তরসের উৎস স্থল
কি?
উত্তর :যকৃত
8. লালা রসের কোন উৎসেচক
ব্যাকটেরিয়া ধ্বংস করে ?
উত্তর: লাইসোজাইম
9.কিসের আধিক্যে পেশী
ক্লান্ত হয় ?
উত্তর: ল্যাকটিক অ্যাসিড
10. কোন পেশিতে
ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে?
উত্তর: হৃদপেশী
11.বুক গিল কোন প্রাণীর
শ্বাস অঙ্গ?
উত্তর: চিংড়ি
12. বুক লং কোন প্রাণীর
শ্বাস অঙ্গ?
উত্তর: মাকড়সা
13. একবীজপত্রী উদ্ভিদের
পাতা দেখে সহজে চেনার উপায় কি?
উত্তর :সমান্তরাল শিরাবিন্যাস
14. .বট পাতা সিস্টোলিক
যুক্ত কোষকে কি বলে?
উত্তর: লিথোসিস্ট
15.কোন ফুলের শামুক
দিয়ে পরাগ সংযোগ ঘটে?
উত্তর:ওল ও কচু
16. উপপত্র কাটার রূপ
নেয় কোন গাছ?
উত্তর :বাবলা
17. কান্ডের অতিরিক্ত
খাদ্য সঞ্চয় কোথায় দেখা যাই?
উত্তর:
আলু
18. কোন উদ্ভিদের চোষক
মূল আছে?
উত্তর: স্বর্ণলতা
19.বহু যোগী মূলত আছে
কোন গাছে?
উত্তর: কেয়া
20. মিথাইল কোবালামিন কি?
উত্তর :সিউডো ভিটামিন
Life science in Bengali part 3
Reviewed by Alok
on
April 11, 2020
Rating:
No comments: