500 Geography In bengali General Knowledge For Competitive Exam| চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ
চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ। পর্ব ২ [Geography In bengali ] :
হ্যালো রিডার,
‘Freegk.in’ সবাই কে স্বাগতম। আপনি যদি চাকরীর প্রস্তুতি করতে চান, তাহলে ‘freegk.in’ আপনার জন্যে সেরা জায়গা।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে। তাই ‘বেঙ্গলি রিডার ও ফ্রীজিকে ’ বাংলার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার থেকে প্রতিদিন চাকরীর পরীক্ষার উপযোগী বিভিন্ন বিষয়ের ২৫-৫০ টি করে জেনারেল নলেজ পাবেন ও সাথে তার পিডিএফ। তাই আজকের পোস্টে ভূগোল বিষয় থেকে ৫০০ টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল। কয়েক টি উদাহরণ হিসাবে দেওয়া হলো সম্পূর্ন তা পিডিএফ এ পাবেন .
চাকরীর পরীক্ষায় ৫০০ টি ভূগোলের প্রশ্নত্তোর: Geography In bengali
চাকরীর পরীক্ষায় ৫০০ টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ
1.
‘ উদীয়মান শিল্প ‘ কোন
শিল্প কে বলা হয় ? Ans. পেট্রো
– রসায়ন শিল্প
2.
মেধা
পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? Ans. নর্মদা বাঁচাও আন্দোলন ।
3.
ভারতের
বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি – আন্ধ্র
প্রদেশের বিশাখাপত্তনম।
4. ভারতের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম কী — পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন।
5. উৎপাদন ক্ষমতা অনুসারে ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্র
কোনটি –বোকারো
6. ভারতের উচ্চতম মালভূমির নাম কীলাদাখ মালভূমি।।
7. ভারতের বিখ্যাত আগ্নেয় মালভূমি – দাক্ষিণাত্যের মালভূমি।।
8. ভারতের লাদাখ মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচু – ৪,০০০ মিটারের বেশি।
9. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কী – গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি।
10. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত – পূর্বদিকে।
11. পশ্চিমবঙ্গের আয়তন কত — প্রায়।
৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।
12. পশ্চিমবঙ্গের সবচেয়ে সরু অংশটি কোন জেলায় আছে – পশ্চিম দিনাজপুর জেলায়।
13. দার্জিলিং জেলার দক্ষিণে কী পর্বত আছে—টাইগার হিল (২৫৬৭ মিটার)।
14. পশ্চিমবঙ্গের পূর্বদিকে কোন দেশ – বাংলাদেশ।
15. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি – রাজস্থান।
16. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি –গোয়া
17. আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি – দক্ষিণ ২৪ পরগনা।
18. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি – উত্তর প্রদেশের।
19. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম – সিকিম।
20. কলকাতা ভারতের কততম মহানগর – দ্বিতীয় বৃহত্তম।
21. হুগলি জেলার সদর কোথায় চুচুড়াতে।
22. পুরুলিয়া আগে কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল — ঝাড়খন্ড রাজ্যের।
23. একটি কেন্দ্রশাসিত দ্বীপপুঞ্জেরনাম কী— আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
24. ওড়িশার রাজধানীর নাম কী – ভুবনেশ্বর।
25. বিহারের রাজধানীর নাম কী – পটনা।
Geography In bengali
26. ভারতের ৩টি আকরিক-লৌহ উত্তোলক অঞ্চলের নাম কী —ছত্রিশগড়ের বাইলাডিলা,কর্ণাটকের
কোমানগুন্ডি, তামিলনাড়ুর সালেম।
27. ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদক কেন্দ্রের নাম কী – তামিলনাড়ুর সালেম।
28. দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী — কর্ণাটকের শিবসমুদ্রম।
29. উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী – উত্তর প্রদেশের হরদুয়ারগঞ্জ।
30. একটি লিগনাইট কয়লা খনির নাম কী — তামিলনাড়ুর নেভেলি।
31. ত্রিপুরার একটি তৈলক্ষেত্রের নাম কী – বড়মুড়া।
32. ভারতের প্রাচীনতম তেলের খনি কোনটি– অসমের ডিগবয়।
33. পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার নাম কী হলদিয়া।
34. A.O.C. কথাটির পুরো নাম কী – Assam Oil Company.
35. পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কী – জলঢাকা।।
36. ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি —দামোদর উপত্যকা।
37. ভারতের বেশিরভাগ আকরিক লোহা কী প্রকৃতির – হেমাটাইট।
38. ভারতে প্রাপ্ত অভ্রের বেশিরভাগ কোন শ্রেণির মাসকোভাইট।
39. দুটি ভাসমান তৈল উত্তোলক মঞ্চের নাম কী — সাগর সম্রাট ও সাগর বিকাশ।
40. উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দের নাম কী – ওবরা।
41. আন্ধ্রা প্রদেশের একটি অভ্র উত্তোলন অঞ্চলের নাম কী – গুডুর।
42. ভারতে মোট কটি তৈল শোধনাগার আছে ১২টি।
43. ভারতের ম্যাঞ্চেস্টারকোন শহরকে বলে– আহমেদাবাদকে।
44. হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি –পাট শিল্প।
45. ভারতের কোথায় রেলের বগি তৈরি করা হয় – তামিলনাড়ুর পেরাম্বুরে।
46. ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি – পশ্চিমবঙ্গের হিন্দমোটর অবস্থিত হিন্দুস্থান মোটরস লিমিটেড।
47. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্র কোনটি – তামিলনাড়ুর কালাপকুম।
48. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানা আছে – ব্রাহ্মণী।
49. একটি সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম কী – কলকাতার যাদবপুরে ন্যাশনাল ইনস্ট্রমেন্ট লিমিটেড।
50. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কোনটি– তামিলনাড়ুর কোয়েম্বাটুর।
500 Geography In bengali General Knowledge For Competitive Exam| চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ
Reviewed by Alok
on
January 06, 2020
Rating:
No comments: