General Science and geography in bengali
চাকরীর পরীক্ষায় ১২৫ টি বিজ্ঞান ও ভূগোল প্রশ্নত্তোর ও তার পিডিএফ।[ General Science and geography in bengali ] :
হ্যালো রিডার,‘Freegk’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল ‘Freegk.in ও bengalireader.com’।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে।Freegk.in ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন.উদাহরণ হিসাবে General Science and geography in bengali কিছু দেওয়া হলো .
হ্যালো রিডার,‘Freegk’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল ‘Freegk.in ও bengalireader.com’।আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে।Freegk.in ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন.উদাহরণ হিসাবে General Science and geography in bengali কিছু দেওয়া হলো .
General Science and geography in Bengali
1. আর্সেনিক ও অ্যান্টিমণি কী – ধাতুকল্প।
2. গন্ধহীন গ্যাস কোনটি – অক্সিজেন।
3. ব্রোমিন কী –এক ধরনের তরল অধাতু।
4. রান্নার গ্যাসে (LPG) কোন-কোন উপাদান। থাকে – বিউটেন ও প্রোপেন
5. উদত্যাগী পদার্থগুলি কোনটি –সোডিয়াম কার্বনেট
6. সোডাওয়াটারের উপাদান কী – জল ও কার্বন-ডাই অক্সাইড। .
7. কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায় – অ্যামোনিয়াম সালফেট।
8. চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের
দ্রাব্যতার কী পরিবর্তন হয় – বাড়ে।
9. ওজোন
কীসের রূপভেদ – অক্সিজেন
।
10. জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত
হয় – তরল হাইড্রোজেন।
11. রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়– তরল হাইড্রোজেন।
13. দম দেওয়া ঘড়ির স্প্রিং গোটানো অবস্থায়
থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে – স্থিতিশক্তি।
14. আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত
হয় কার্বন-ডাই অক্সাইড।
15. একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু
বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় – আইসোটোপ।
16. জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে
গেলে বিকারের জলতলের কী পরিবর্তন হবে – নিচে নেমে যাবে।
17. স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে
কীসের সংখ্যা বেশি – পত্ররন্ধ্রের।
18. মিথাইল বর্গও অ্যালডিহাইড বর্গ কোথায়
থাকে — ক্লোরোফিল a ও b তে ।
19. গোলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের
অন্তর্গত – নিমাথেলমিনথিস
ও প্লাটিহেলমিনথিস।
20. ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয় — 36.
21. ফিতাকৃমির মুখ্য পোষক কে – মানুষ।
22. পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে Psendogene
বা, ছদ্মজিন, যা DNAর একটি খন্ডক।
23. জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী
বলে – ক্যাপসিড।
24. নিউরোস্পোরাছত্রাক কোথায় ব্যবহৃত হয় – জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।
25. বায়োটা কী — কোনো নির্দিষ্ট স্থানের সব প্রজাতির
জীবের একত্রীকরণ।
General Science and geography in bengali
Reviewed by Alok
on
January 07, 2020
Rating:
No comments: