125 Geography Question and answer in bengali
Geography Question and answer in bengali:আজকের পোস্টে ভূগোল বিষয় থেকে ১২৫ টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল।WBCS Exam, PSC Exam, SSC Exam, UPSC Exam, Railway Group D Exam , Bank, Police সহ বিভিন্ন চাকরীর প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য এই প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন।উদাহরণ হিসাবে কয়েকটি দেওয়া হলো Geography Question and answer in bengali সম্পুর্ণ টেক্সট টি পিডিএফ এ পাবেন ...
Geography Question and answer in Bengali
- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (EMS) কি?উঃ একটি সর্পিল তড়িৎ তরঙ্গ ও একটি সর্পিল চুম্বকীয় তরঙ্গের মিলিত শক্তিতরঙ্গকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (EMS) বলে।
- তড়িৎ চুম্বকীয় বর্ণালী (EMR) কি?উঃ আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত যে আলো-পটি পাওয়া যায়, তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী (EMR) বলে।
- আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক কি?উঃ মাইক্রন।
- ঝাড়খন্ডের রাজধানীর নাম কী – রাঁচী।
- ISRO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?উঃ বেঙ্গালুরু।
- দৃশ্যমান বর্ণালী কি?উঃ সূর্য থেকে আগত আলোক বর্ণালীর যে অংশ মানবচক্ষুর দৃষ্টিগোচর হয়, তাকে দৃশ্যমান বর্ণালী (Visible Spectrum) বলে।
- কোন নদী প্রকল্প পশ্চিমবঙ্গ ও বিহারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে – দামােদর।
- পূর্বতন কোন রাজ্য ভাগ হয়ে ঝাড়খন্ড রাজ্য গড়া হয়েছে — বিহার।
- ভারতের মহাকাশ গবেষণার জনক কে?উঃ বিক্রম সারাভাই।
- পিক্সেল (Pixel) কি?উঃ কোনো উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম অংশকে পিক্সেল (Pixel) বলে।
- এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?- ইয়াং সি কিয়াং (৬৩০০ কি.মি.)।
- GIS কি?উঃ রিমোট সেনসিং এর মাধ্যমে প্রাপ্ত তথ্যসামগ্রীকে প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করে মানচিত্র প্রস্তুতকরণ পদ্ধতি হল GIS।
- আমুর নদীর উৎপত্তিস্থল কোথায় ? – ইয়াব্লোনর পর্বত।
- আমুর নদীর দৈর্ঘ্য কত ?- ২৮২৪ কি.মি.।
- আমুর নদী কোথায় পতিত হয়েছে ?- ওখটস্ক উপসাগরে।
- দক্ষিণ এশিয়ার প্রধান নদী কি কি ? – সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।
- সিন্ধু নদ কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?- পাকিস্তান।
- সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?- আরব সাগরে।
- ব্রহ্মপুত্র নদী কোথায় পতিত হয়েছে ?- পদ্মা (গঙ্গা) নদীতে।
- ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? – সানপো।
- কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ? – ভারত ও পাকিস্তান।
- সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ?- আরব সাগরে।
- গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ?- বঙ্গোপসাগরে।
- ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? – তিব্বত, ভারত ও বাংলাদেশ।
- ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ? -তিব্বত থেকে।
- টাইগ্রিস (দজলা) নদী কোথায় অবস্থিত ?- ইরাক (১,৮৯৯ কি.মি.) ।
- টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ?- পারস্য উপসাগরে।
- রিমোট সেনসিং কি?
- উঃ মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ ও প্রতিচ্ছবি গ্রহণের বৈজ্ঞানিক পদ্ধতি হল রিমোট সেনসিং বা দূর সংবেদন।
125 Geography Question and answer in bengali
Reviewed by Alok
on
January 09, 2020
Rating:
No comments: