Bengali General Science For Competitive Exam
রেলের গ্রুপ ডি পরীক্ষার সাম্ভব্য 50 টি সাধারণ বিজ্ঞানের প্রশ্নত্তোর ও পিডিএফ [ Bengali General Science For Competitive Exam } পর্ব ৫
Bengali General Science For Competitive Exam :হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম। রেলের পরীক্ষা সহ যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় বিজ্ঞান বিষয় খুব গুরুত্বপূর্ন। এবারের রেলের পরীক্ষায় বিজ্ঞান বিষয় থেকে অনেক প্রশ্নই এসে থাকবে। তাই আজকের পোস্টে বিজ্ঞান বিষয়ের উপর সাম্ভব্য ৫০ টি প্রশ্নত্তোর দেওয়া হল। এবং পোস্টের শেষে পিডিএফ ও দেওয়া আছে যেটি খুব সহজে ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারবেন।
Bengali General Science For Competitive Exam
- কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয় – নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড
- ধুমায়মাননাইট্রিক অ্যাসিডের রঙ কী – বাদামি।
- নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে – হলুদ।
- লাফিং গ্যাস আসলে কী – নাইট্রাস অক্সাইড।
- ফোকাস দৈর্ঘ্য কাকে বলে – লেন্সের আলােককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে।
- বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়– সমান হয়।
- বর্ণালি কাকে বলে – বহুবর্ণী আলাের বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলাের পথকে বর্ণালি বলে।
- জার্মান সিলভারের উপাদান কী কী – ২৫-৩০% তামা, ২৫-৩৫% দস্তা ও ১০-৩৫% নিকেল।
- সরলতম হাইড্রোকার্বনের নাম কী – মিথেন (CH)।
- জেনােটাইপকথার প্রবর্তক কে – জোহানসেন।
- স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি — Utricularia Sp.
- উৎসেচক(Enzyme) নামকরণ করেন। কোন বিজ্ঞানী —Wilhelm FriedrichKuhne.
- পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি – ফ্লোরিন (Florin)।
- মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত — ০.৫ গ্রাম।
- মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে– ৩০টি।।
- বাণিজ্যিক কাঠ কোন গােত্রভুক্ত উদ্ভিদ। থেকে পাওয়া যায় – সােলানেসি।
- বাষ্পমােচন বিরােধী উপাদানগুলি কী – অ্যাবসিসিক অ্যাসিড, ফিনাইল ও অ্যাসপিরিন।
- সােডিয়াম গ্লাইকোকোলেট কী –পিত্তলবণ।
- সালােকসংশ্লেষে ক্লোরােফিলের ভূমিকা কী – সূর্যের আলাে শােষণ করা ও আলােকরাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা।
- ক্যালসিটোনিনএর উৎপত্তিস্থল কোথায়– অগ্ন্যাশয়ে।
- ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন – ব্লিচিং পাউডারের মতাে ঝাঁঝালাে।
- অভিস্রবন প্রক্রিয়ায় দ্রাবক কোন অভিমুখে যায় — কম থেকে বেশি।
- লিগামেন্ট কার মধ্যে সংযােগ সাধন করে— দুটি হাড়ের মধ্যে।
- কোনাে প্রাণী কত বছর না পাওয়া গেলে তা বিলুপ্ত হিসাবে ধরা হয় – ৫০ বছর।
- কোনটি অমরানিঃসৃত হর্মোন – হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG).
- কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয় – নাইট্রজেন -ডাই-অক্সাইড
- কোন পতঙ্গ জলে ডিম পাড়ে- ড্রাগন ফ্লাই।
- মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি – ফিমার।
- স্তন্যপায়ী প্রাণীদের কধরণের দাঁত থাকে – ৪ ধরণের।
- পতঙ্গের দেহে কোন প্রােটিন পাওয়া যায় – কাইটিন।
- উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি শর্করা।
- অ্যাটাকামাইট (Attacamite) কোন ধাতুর আকরিক — তামা।
- তরুণাস্থির কোশ কোনটি- কন্ড্রোসাইট।
- চিনামাটি বা, ক্যাওলিনকোন ধাতুর আকরিক – অ্যালুমিনিয়াম (AlO3 2SiO, | 2HO)।
- হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন – বিজ্ঞানী ল্যাভয়সিয়ে।
- ফসজিনের (Phosgene) রাসায়নিক নাম কী – কার্বনিল ক্লোরাইড।
- হাইড্রোজেনের তুলনায় ভারি হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয় – হিলিয়াম। (He)।
- সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা কটি – ২টি।
- TYMV-র ‘T’-অক্ষরের অর্থ কী – Turnip.
- ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে (তৃতীয়) ইলেক্ট্রনের সংখ্যা কটি – ৭টি।
- বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ — ০.৯৫% (আয়তন। হিসাবে)।
- হাইড্রোজেনের কোন আইসােটোপের পরিমাণ প্রকৃতিতে বেশি হাইড্রোজেনের ৩টি আইসােটোপের মধ্যে একমাত্র প্রােটিয়ামের (‘H) পরিমাণই বেশি (৯৯.৯৮৫%)।
- ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় – নাঙ্গাল ও নারােরা।
- বদ্ধ ঘরে কোনাে ব্যক্তি কাঠের আগুন জ্বালিয়ে বেশিক্ষণ থাকলে তার মৃত্যুর কারণ হবে কোন গ্যাস – কার্বন মনাে-অক্সাইড। (CO)।
- রাশিয়ায় রকেটের জ্বালানি হিসাবে যে। প্রােটিন প্রপেল্যান্টব্যবহৃত হয় তার মূল
- উপাদান কী – কেরােসিন ও তরল অক্সিজেন : (O)।
- ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায় – ৬টি।
- সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায় – একবন্ধন (Single bond)।
- কোন-কোন হাইড্রোকার্বনকে অ্যালকিনস(Alkenes) বলে – যেসব হাইড্রোকার্বনের অন্তত দুটি কার্বন (C) পরমাণুর মধ্যে দ্বি-বন্ধন। (Double bond) থাকে (যেমন-ইথিলিন)।
- এন্ডােপ্লাজমিক রেটিকিউলামের কাজ কী ? – স্টেরয়েড হর্মোন সংশ্লেষণ করা।
- গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের pH মান কত – ৭.৩।
Bengali General Science For Competitive Exam
Also Download , Bengali General science book pdf click here
850+ General Science In Bengali download click here
Also Download , Bengali General science book pdf click here
850+ General Science In Bengali download click here
Bengali General Science For Competitive Exam
Reviewed by Alok
on
January 10, 2020
Rating:
No comments: