Geography General Knowledge In Bengali
চাকরীর পরীক্ষায় গুরুত্বপূর্ন ভূগোল ও ইতিহাস প্রশ্নত্তোর [Geography General Knowledge In Bengali]:
1. শকাব্দ কোন বৎসর থেকে প্রচলিত হয় – ৭৮ খ্রিস্টাব্দ।
2. নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন – মহাপদ্মন।
3. সম্রাট অশোক কবে কলিঙ্গ যুদ্ধের জন্য অভিযান চালান– ২৬১ খ্রিস্টপূর্বে।
4. সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে – বিজয় সেন।
5. পাল বংশের প্রতিষ্ঠাতা কে —গোপাল
6. চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী — রাজেন্দ্র চোল।
7. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন -বল্লাল সেন।
8. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে – শিবর্মণ।
9. কোন গুপ্ত সম্রাট হুণ আক্রমণ প্রতিরোধ করেন – স্কন্দ গুপ্ত।
10. ইতিহাসে চালুক্যদের কটি শাখার কথা উল্লেখ আছে – ৪টি।
11. বাতাপির চালুক্য বংশের স্বাধীন রাজার নাম কী – প্রথম পুলকেশী।
12. গঙ্গইকোণ্ড উপাধি ধারণ করেন কে – রাজেন্দ্র চোল।
13. চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কী –কুলোতুঙ্গের।
14. পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল –কাঞ্চী
15. প্রাচীন ভারতের কোন যুগে অস্পৃশ্যদের আবির্ভাব ঘটে
– গুপ্ত যুগে।
16. হরিচরিতকাব্য কার রচনা – চতুর্ভুজ।
17. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধুদেশ জয় করে– ৭১২ খ্রিস্টাব্দে।
18. আলা-উদ-দ্বীন খলজী কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন — ১২৯৬।
19. কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় —১১৯২।
20. পাণিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়। —১৫২৬ খ্রিস্টাব্দে।
21. কত সালে ঘর্ঘরার যুদ্ধ হয় – ১৫২৯।
22. সম্রাট নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে
দিল্লি লুঠ করেন – ১৭৩৯ খ্রিস্টাব্দে।
23. পাণিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় – ১৭৬১ সালে।
24. হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে — ১৫৭৬।
25. ময়ূর সিংহাসন কে তৈরি করান – শাহজাহান।
26. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি ?- ফোরাত নদী।
27. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ? – ভলগা (৩৬৯০ কি.মি.) ।
28. ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?- রাশিয়া।
29. ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?কাস্পিয়ান সাগরে।
30. ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ? – দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।
31. দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ? -ব্ল্যাক ফরেস্ট থেকে ।
32. দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?- রুমানিয়া ও যুগোশ্লাভিয়া।
33. দানিউব নদী কোথায় পতিত হয়েছে ?- কৃষ্ণ সাগর।
34. আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে ?- দানিউব নদীকে।
35. কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? – টেমস।
36. রাইন নদী উৎপত্তিস্থল কোথায় ?- আল্পস পর্বতে।
37. রাইন নদী কোথায় প্রবাহিত ?-জার্মানী ও হল্যান্ড (৮২০ কি.মি.)।
38. রাইন নদী কোথায় পতিত হয়েছে ? – উত্তর সাগরে।
39. উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ?- রাশিয়া (২৫৩৩ কি.মি.)।
40. উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে ?- ক্যাস্পিয়ান সাগরে।
41. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?- নীলনদ (৬৬৫০ কি.মি.)।
42. নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে
?- ইথিওপিয়া, সুদান, ও মিশর।
43. নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত ?- ১০ টি।
44. আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? – নীলনদ, কঙ্গো (৪৮০০ কি.মি.), জাম্বেসী (৩৫৪০ কি.মি.)।
45. জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে
?- জাম্বিয়া ও মোজাম্বিক।
46. জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে ?- ভারত মহাসাগরে।
47. কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে ? – উত্তর প্রশান্ত মহাসাগরে।
48. নাইজার নদী কোথায় পতিত হয়েছে ?- দিনি উপসাগরে।
49. উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?- মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)
50. মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?- যুক্তরাষ্ট্র।
Geography General Knowledge In Bengali
Reviewed by Alok
on
January 12, 2020
Rating:
No comments: