close

Geography General Knowledge In Bengali

চাকরীর পরীক্ষায় গুরুত্বপূর্ন ভূগোল ও ইতিহাস  প্রশ্নত্তোর [Geography General Knowledge In Bengali]: 

Geography General Knowledge In Bengali



1.     শকাব্দ কোন বৎসর থেকে প্রচলিত হয় ৭৮ খ্রিস্টাব্দ।

2.     নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন মহাপদ্মন।
3.     সম্রাট অশোক কবে কলিঙ্গ যুদ্ধের জন্য অভিযান চালান২৬১ খ্রিস্টপূর্বে।
4.     সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে বিজয় সেন।
5.     পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল
6.    চোল  বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কী — রাজেন্দ্র  চোল।
7.     ৌলিন্য প্রথা কে প্রচলন করেন -বল্লাল সেন।
8.     পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে শিবর্মণ।
9.     কোন গুপ্ত সম্রাট হুণ আক্রমণ প্রতিরোধ করেন স্কন্দ গুপ্ত।
10. ইতিহাসে চালুক্যদের কটি শাখার কথা উল্লেখ আছে ৪টি।
11. বাতাপির চালুক্য বংশের স্বাধীন রাজার নাম কী প্রথম পুলকেশী।
12. গঙ্গইকোণ্ড উপাধি ধারণ করেন কে রাজেন্দ্র চোল।
13. চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কী –কুলোতুঙ্গের।
14. পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল কাঞ্চী
15. প্রাচীন ভারতের কোন যুগে অস্পৃশ্যদের আবির্ভাব ঘটে গুপ্ত যুগে।
16. হরিচরিতকাব্য কার রচনা চতুর্ভুজ।
17. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধুদেশ জয় করে৭১২ খ্রিস্টাব্দে।
18. আলা-উদ-দ্বীন খলজী কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ১২৯৬।
19. কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ১১৯২।
20. পাণিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়। ১৫২৬ খ্রিস্টাব্দে।
21. কত সালে ঘর্ঘরার যুদ্ধ হয় ১৫২৯।
22. সম্রাট নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে দিল্লি লুঠ করেন ১৭৩৯ খ্রিস্টাব্দে।
23. পাণিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় ১৭৬১ সালে।
24. হলদিঘাটের যুদ্ধ হয় কত সালে ১৫৭৬।
25. ময়ূর সিংহাসন কে তৈরি করান শাহজাহান।
26. ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি ?- ফোরাত নদী।
27. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ? – ভলগা (৩৬৯০ কি.মি.) ।
28. ভলগা কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?- রাশিয়া।
29. ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?কাস্পিয়ান সাগরে।
30. ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ? – দানিউব, ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিয়ান ও রোম।
31. দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ? -ব্ল্যাক ফরেস্ট থেকে ।
32. দানিউব নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?- রুমানিয়া ও যুগোশ্লাভিয়া।
33. দানিউব নদী কোথায় পতিত হয়েছে ?- কৃষ্ণ সাগর।
34. আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে ?- দানিউব নদীকে।
35. কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? – টেমস।
36. রাইন নদী উৎপত্তিস্থল কোথায় ?- আল্পস পর্বতে।
37. রাইন নদী কোথায় প্রবাহিত ?-জার্মানী ও হল্যান্ড (৮২০ কি.মি.)।
38. রাইন নদী কোথায় পতিত হয়েছে ? – উত্তর সাগরে।
39. উরাল নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত ?- রাশিয়া (২৫৩৩ কি.মি.)।
40. উরাল নদী কোন সাগরে পতিত হয়েছে ?- ক্যাস্পিয়ান সাগরে।
41. আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?- নীলনদ (৬৬৫০ কি.মি.)।
42. নীল নদ কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?- ইথিওপিয়া, সুদান, ও মিশর।
43. নীল নদ কতটি দেশের উপর দিয়ে প্রবাহিত ?- ১০ টি।
44. আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি? – নীলনদ, কঙ্গো (৪৮০০ কি.মি.), জাম্বেসী (৩৫৪০ কি.মি.)।
45. জাম্বেসী নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?- জাম্বিয়া ও মোজাম্বিক।
46. জাম্বেসী নদী কোথায় পতিত হয়েছে ?- ভারত মহাসাগরে।
47. কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে ? – উত্তর প্রশান্ত মহাসাগরে।
48. নাইজার নদী কোথায় পতিত হয়েছে ?- দিনি উপসাগরে।
49. উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?- মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)
50. মিসিসিপি নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?-  যুক্তরাষ্ট্র।

Geography General Knowledge In Bengali Geography General Knowledge In Bengali Reviewed by Alok on January 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.