close

[ General Knowledge Bengali ] চাকরীর পরীক্ষার ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও পিডিএফ

[ General Knowledge Bengali] চাকরীর পরীক্ষার ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও পিডিএফ

হ্যালো রিডার,‘Freegk.in’ সবাই কে স্বাগতম। চাকরীর পরীক্ষার প্রশ্নত্তোর, চাকরীর তথ্য, কেরিয়ার, কোর্স, পড়াশুনা সম্বন্ধীয় সব কিছু পাবেন ‘freegk.in এ । জেনালের নলেজ চাকরীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপুর্ন। তাই আজকের পোস্টে ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ পোস্ট করা হল পিডিএফ সহ। আশা করব, পোস্ট টি তোমাদের অনেক উপকারে আসবে।

General Knowledge Bengali


আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন: Click here

চাকরীর পরীক্ষার ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর [ General Knowledge Bengali ]: 

১। বিষাক্ত নিকোটিন থাকে কিসে ?
উঃ তামাকে
২। মানব দেহে প্রতিদিন কি পরিমাণ জল প্রয়োজন ?
উ. ৪-৫ লিটার
৩। আদর্শ খাদ্য বলা হয় কাকে ?
উঃ দুধকে
৪। ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে?
উঃ অ্যালবুমিন
৫। সর্দি হয় কোন ভিটামিনেরঅভাবে ?
উঃ ভিটামিন ‘সি’
৬। মলা মাছে কি থাকে ? উঃ ভিটামিন ‘এ’
৭। ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে?
উ. গাজরে
৮। নেশা সামগ্রী ‘আফিমের’ মূল উত্স
কী ? উ. পপি
৯। ভিটামিন ‘ই’ কোন কাজে সহায়তা করে?
উ. প্রজননে
১০। যন্ডিস হচ্ছে মূলত কিসের রোগ ? উ. লিভারের বা যকৃতের রোগ ।
১১। কচু শাক কেন বিখ্যাত ?
উ। আয়রনের জন্য
১২। মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে?
উঃ ২৩ জোড়া
১৩। রক্তে হিমোগ্লোবিনের কাজ ?
উঃ অক্সিজেন পরিবহন করা
১৪। মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের?
উঃ এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
১৫। অক্সিন হচ্ছে? উঃ এক প্রকার হরমোন
১৬। কোনটি এ্যান্টিবায়োটি ক ? উঃ পেনিসিলিন
১৭। জন্ডিসে আক্রান্ত হয়?
উঃ যকৃত
১৮। ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন?
উঃ ধমনির স্পন্দন
১৯। ‘ষ্ট্রোক’- আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
উঃ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
২০। কোনটি রক্তের কাজ নহে?
উঃ জারক রস বিতরণ করা
২১। নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়? উঃ নেফ্রন
২২। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
উঃ ধমনীর ভেতর দিয়ে
২৩। টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে? উঃ পায়ে
২৪। সেলসিয়াস স্কেলে মানব দেহের তাপমাত্রা কত?
উঃ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস
২৫। দূষিত বাতাসের কোন গ্যাসটি
মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উঃ কার্বন মনোক্সাইড
২৬। অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উঃ ইনসুলিন
২৭। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র?
উঃ স্ফিগমোম্যানোমি টার
২৮। রক্তে কোলেস্টেরলের পরিমাণবেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
উঃ খাসির মাংস
২৯। মানুষের রক্তের pH কত? উঃ 7.4


৩০। জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়?General Knowledge Bengali
উঃ এন্ডোমেট্রিয়া


৩১। মধ্যপ্রাচ্যের দেশ কয়টি.?-১৬টি।
৩২। ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত.?- রাজিব গান্ধী।
৩৩। ইউরোপ মহাদেশে কয়টি দেশ.?-৫০টি।
৩৪। পলমল কী.?- লন্ডনের একটি রাজপথের নাম।
৩৫। ভারতের বর্তমান রাজধানীর নাম কি.?-নয়াদিল্লি।
৩৬। বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কোন দেশে.?-চীনে।
৩৭। মালেশিয়ার রাজধানীর নাম কি.?-কয়ালালামপুর।
৩৮। রোমানিয়ার রাজধানীর নাম কী.?-বুখারেস্ট।
৩৯। ২৫ ডিগ্রী উত্তর অক্ষরেখা কোন কোন দেশের সীমারেখা.?-মউরিতানিয়া এবং মালি।
৪০। আইসল্যান্ড -এর রাজধানীর নাম কি.?-রিকজাভিক।
৪১। ফিলিপাইন -এর রাজধানী কোথায় অবস্থিত.?- ম্যানিলা।
৪২। বার্ন কোন দেশের রাজধানী.?- সুইজারল্যান্ড।
৪৩। পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে.?- চৌধুরী রহমত আলী।
৪৪। চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত.?- ৬৪০০ কিমি।
৪৫। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন.?- রাজেন্দ্র প্রসাদ।
৪৬। চীনের প্রতিবেশী দেশ কয়টি.?- ১৪টি
৪৭। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?→ রবার্ট ক্লাইভ
৪৮। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?→ লর্ড কর্নওয়ালিস
৪৯। বাংলায় পুলিশ বিভাগের সৃষ্টি করেন কে?→ লর্ড কর্নওয়ালিস
৫০। ইন্ডিয়ান সিভিল সার্ভিস সৃষ্টি করেন কে?→ লর্ড কর্নওয়ালিস
৫১। উপমহাদেশে কাগজের মুদ্রার প্রচলন করেন কে?→ লর্ড ক্যানিং
৫২। বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে?→ ১৭৬৪ সালে
৫৩। পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে?→ ওয়ারেন হেস্টিংস
৫৪। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কখন?→ ১৭৯৩ সালে
৫৫। বাংলার জেলাগুলোকে ভাগ করেন কে?→ ওয়ারেন হেস্টিংস
৫৬। সতীদাহ প্রথা বিলোপ করেন কে?→ লর্ড উইলিয়াম বেন্টিংক
৫৭। পূর্ব বঙ্গের প্রথম ছোটলাট কে ছিলেন?→ স্যার ব্যামফিন্ড ফুলার
৫৮। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?→ লর্ড উইলিয়াম বেন্টিংক
৫৯। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?→ রাজা রামমোহন রায়
৬০। ‘My Autobiography’ বই টি কার লেখা?- আবুল কালাম আজাদ।


[ General Knowledge Bengali ] চাকরীর পরীক্ষার ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও পিডিএফ [ General Knowledge Bengali ] চাকরীর পরীক্ষার ৬০ টি গুরুত্বপুর্ন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও পিডিএফ Reviewed by Alok on January 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.