340+ History of General Knowledge ( ইতিহাস জেনারেল নলেজ) Bengali pdf Download
History of General Knowledge ( ইতিহাস জেনারেল নলেজ) Bengali pdf Download.
RRB NTPC History General Knowledge Bengali pdf download now. History
General Knowledge for Railway Group D Exam. RRB NTPC General
knowledge Bengali PDF 2020 available on our website. Railway Group D
GK Question Answer set available on www.bengalireader.com. If you are a
candidate for RRB NTPC Exam 2020, then you must read this post. Railway
Group D History GK Questions PDF in Bengali Download now.
RRB NTPC History General Knowledge Bengali pdf download now. History
General Knowledge for Railway Group D Exam. RRB NTPC General
knowledge Bengali PDF 2020 available on our website. Railway Group D
GK Question Answer set available on www.bengalireader.com. If you are a
candidate for RRB NTPC Exam 2020, then you must read this post. Railway
Group D History GK Questions PDF in Bengali Download now.
bengalireader and freegk.in’ ওয়েবসাইটে প্রতিদিন চাকরীর পরীক্ষার গুরুত্বপূর্ন প্রশ্নসেট দেওয়া হচ্ছে। বন্ধুরা,
প্রতিদিন ভিজিটকরুন এবং প্রাকটিস করুন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও ডাউনলোড করে নিন পিডিএফ
Railway Group D Bengali GK PDF প্রতিদিন আমাদের সাইটে পাবেন। RRB NTPC History GK Bengali PDF ডাউনলোড করে নিন নীচ থেকে।
প্রতিদিন ভিজিটকরুন এবং প্রাকটিস করুন জেনারেল নলেজ প্রশ্নত্তোর ও ডাউনলোড করে নিন পিডিএফ
Railway Group D Bengali GK PDF প্রতিদিন আমাদের সাইটে পাবেন। RRB NTPC History GK Bengali PDF ডাউনলোড করে নিন নীচ থেকে।
1.
কিতাব-উল-হিন্দগ্রন্থটি
কার লেখা –
আল বেরুণী।
2.
ফা-হিয়েন
কার আমলে ভারত ভ্রমণ করেন – চন্দ্রগুপ্ত
বিক্রমাদিত্যের আমলে।
3.
জুনাগড়
শিলালিপি কোন রাজার আমলে উত্তীর্ণ লিপি – সৌরাষ্ট্রের
শক শাসক রুদ্রদমনের আমলে।
4.
কোন
সম্রাটের মুদ্রায় বীণা বাদনরত সম্রাটের ছবি পাওয়া যায় – সমুদ্রগুপ্ত।
5.
বাংলাদেশের
কোথায় সম্প্রতি গুপ্ত পরবর্তী যুগের কিন্তু ইসলাম পূর্ববর্তী যুগের মুদ্রা পাওয়া
গেছে — সমতট -হরিকেল অঞ্চলে।
6.
তক্ষশিলার
তিনটি নগরের নাম কী – ভীরমাউন্ট, সির্কাপ
ও সিমুখ।
7.
১০০০
খ্রিস্ট পূর্বাব্দে উত্তর ভারতে যে লোহার ব্যবহার ছিল তা সম্প্রতি কোথা থেকে
পাওয়া যায় — আলিগড়ের কাছে খেরায়।
8.
ভারতের
সবচেয়ে প্রাচীন সভ্যতা মেহেরগড় সভ্যতার (৭০০০-১৮০০ খ্রিস্ট পূর্বাব্দে) বিষয়ে
প্রথম আলোক পাত কে করেন – ফরাসি পুরাতাত্ত্বিক জাঁ ফ্রান্সোয়া জারিজ।
9.
মেহেরগড়
প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের অবস্থান কোথায় – বলান গিরিপথের পাশে, ওকোয়েটা শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে বালুচ-ই-স্তানের কাছি
জেলায়।
10.
১০২৭
সালে সুলতান মামুদ সর্বশেষ অভিযান কাদের বিরুদ্ধে চালান – জাঠদের বিরুদ্ধে।
11.
রুদ্রমণের
উপাধি কী ছিল – মহাক্ষত্রপ।
12.
ফা-হিয়েন
পাটলিপুত্রে (গুপ্ত যুগে) কত বছর ছিলেন – ৩
বছর।
13.
যশবর্মণ
কোথাকার রাজা ছিলেন – মালবের।
14.
শ্রোণীক
কার উপাধি ছিল – বিম্বিসারের।
15.
কুনিক(Kunik) কার উপাধি ছিল —অজাতশত্রু।
16.
কলহনের
লেখা রাজতরঙ্গিনীতে কোথাকার ইতিহাস আছে — কাশ্মীরের।
17.
রাজতরঙ্গিনীকত
সালে রচিত হয় – ১১৪৯-৫০ সালে।
18.
স্কন্দগুপ্ত
কোন উপাধি নেন -বিক্রমাদিত্য।
19.
বালাদিত্য
কার উপাধি –নরসিংহগুপ্তের।
20.
জাতক
মালাকার রাজত্ব কালে রচিত হয় – হর্ষবর্ধনের
রাজত্ব কালে।
21.
গুর্জর
বংশের প্রতিষ্ঠাতা কে – প্রথম
নাগভট্ট।
22.
কোন
সুলতানের রাজত্বকালে বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় – মহম্মদ বিন তুঘলক।
23.
কোন
ঘটনার জন্য ভারতবর্ষের ইতিহাসে ১৩৯৮ সাল বিখ্যাত —আমির তাইমুর
24.
কোন
সুলতান দিল্লির সিংহাসনে সব থেকে বেশি সময় রাজত্ব করেন –ফিরোজ শাহ তুঘলক।
25.
আমীর
খসরুর ‘তারিক ই আলাই’ গ্রন্থে
কার দাক্ষিণাত্য জয়ের বর্ণনা রয়েছে – মালিক
কাফুর।
26.
দাস
বংশের শেষ সুলতান কে -কাইমুস।
27.
‘জৈন ভিক্ষুরাজা’ কার উপাধি – খারবেলের।
28.
কোন
ঘটনাটি ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাসে খলজি বিপ্লব নামে বিখ্যাত- দিল্লির মসনদে দাস বংশের শাসনের সমাপ্তি ও খলভি বংশের
শাসনের সূচনা।
29.
কার
প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মহম্মদ বিন সাম– মহম্মদ
ঘুরী।
30.
তারিখ
ই ফিরজ শাহী গ্রন্থটি কার রচিত– জিয়াউদ্দিন
বারানি।
31.
কোন
রাজবংশ দিল্লির মসনদে তুর্কী শাসনকে শেষ করে আফগান শাসনের সূচনা করে — লোদি বংশ।
32.
‘ফাতুহাত ই ফিরজ শাহী’ গ্রন্থটি কার রচিত– ফিরজ শাহ
তুঘলক।
33.
কোন
সুলতানকে ঐতিহাসিক এলফিনস্টোন সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেন – মহম্মদ বিন তুঘলক।
34.
আহমদ
সারহিন্দ রচিত ‘তারিখ ই মুবারক শাহী’ গ্রন্থ থেকে কোন বংশের রাজত্বকাল সম্পর্কে অনেক তথ্য জানা
যায় – সৈয়দ।
35.
তবাকত
ই নাসিরি’
গ্রন্থটি কার রচিত —মিনহাজউদ্দিন।
36.
গজনীর
সুলতান মামুদ যখন ১৭বার গুজরাটের সমনাথ মন্দির লুণ্ঠন করেন তখন সেটি কোন সাম্রাজ্যের
অন্তর্গত ছিল —চালুক্য।
37.
দাস
বংশের কোন সুলতান একজন দক্ষ ক্যালিগ্রাফিস্ট ছিলেন ও কোরান নকল করে অবসর সময়
কাটাতেন –
নাসিরুদ্দিন মাহমুদ।
38.
মিনহাজ
উস সিরাজের লেখা থেকে কোন সুলতানের রাজত্বকাল সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়- ইলতুৎমিস।
39.
জালাল-উদদ্বীন
মহম্মদ আকবর, কবে টোডরমলকে দীওয়ানকুল(অর্থমন্ত্রী) করেন-
১৫৭৫ খ্রিস্টাব্দে।
40.
প্রথম
কোন ব্রিটিশ বণিক ভারতে আসেন – জন
নিউবেরি (১৫৮৩ খ্রিস্টাব্দে)।
41.
কার
লেখা পড়ে ব্রিটিশ বণিকরা ভারতে আসায় আগ্রহী হন – ব্রিটিশ পাদ্রি টমাস স্টিফেনের বাবাকে লেখা এক পত্র-গ্রন্থ
পড়ে (প্রকাশিত হয় ১৫৮৯ খ্রিস্টাব্দে)।
42.
ভারতের
কোন মুঘল সম্রাট তুর্কি পোশাক ছেড়ে
ভারতীয় পোশাক পরা চালু করেন – জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর।
43.
সম্রাট
জালাল-উদ-দ্বীন মহম্মদ আকবর ধর্মশাস্ত্র আলোচনা র জন্য কবে ইবাদতখানাতৈরি করার আদেশ দেন ১৫৭৫
খ্রিস্টাব্দে।
44.
মুঘল
সম্রাটরারাজকাজে শরীয়ত আইনের বদলে কোন আইন মেনে চলতেন – চেঙ্গিস খানের তুরা(ইয়াসসা)।
45.
কোন
মুঘল সম্রাট পাখয়াজ বাজানো তে পারদর্শী
ছিলেন – জালাল উদ-দ্বীন মহম্মদ আকবর।
340+ History of General Knowledge ( ইতিহাস জেনারেল নলেজ) Bengali pdf Download
Reviewed by Alok
on
December 31, 2019
Rating:
No comments: