close

Geography bengali question and answer download part 2

Geography gk in bengali:হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম।  যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় Geography gk in bengali  বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জিকে  এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে Geography gk in bengali থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.কয়েকটির নমুনা দিলাম .সম্পূর্নই ডাউনলোড নিম্নের লিংক থেকে 

Geography Bengali question and answer download

Geography Bengali question and answer download


1.ভুমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলটির নাম কী?

: রিখটার স্কেল 
2.একটি শঙ্কু বা মোচাকৃতি আগ্নেয়গিরির নাম বলো
: হাওয়াই দ্বীপের মৌনালোয়া
3.ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়?
: ইতালির স্ট্রম্বলিকে
4. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী?                     
: রেনগজ
5.চিল্কা কী জাতীয় হ্রদ?
: লবনাক্ত জলের হ্রদ
6.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
: সান্দাকফু
7.তিব্বতে ব্রম্হপুত্র নদের নাম কী?
: সাংপো
8.কার্পাস চাষের জন্য উপযুক্ত কোন মাটি?
: কৃষ্ণ মৃত্তিকা
9. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি ?
উত্তর : NH 44
10 . বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা ?
 উত্তর  : অ্যানিমোমিটার
11. পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগর কোনটি ?
উত্তর : প্রশান্ত মহাসাগর
12. সিঙ্গালিলার সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তর : সান্দাকফু যা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ
13 ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ  কী ?
উত্তর : পরেশনাথ
14. পৃথিবীর উচ্চতম মালভূমি কী ?
উত্তর : পামীর (তিব্বত)
15. হেমু কী ?
উত্তর : পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ
16. নাথুলা কী ?
উত্তর : সিকিমে অবস্থিত বিখ্যাত গিরিপথ
17. আরাবল্লী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তর : গুরু শিখর
18. অমরকন্টক কী ?
উত্তর : মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ
19. মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে ?
উত্তর : ধ্রিয়ান
20. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কী ?
উত্তর : অ্যাঞ্জেলা যা ভেনেজুয়েলায়
অবস্থিত

Geography bengali question and answer download part 2 Geography bengali question and answer download part 2 Reviewed by Alok on March 21, 2020 Rating: 5

1 comment:

Powered by Blogger.