close

Bengali general knowledge part 2

Bengali general knowledge part 2:  :হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম।  যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় general knowledge  বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত  পরীক্ষায় জিকে  এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে general knowledge থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.

Bengali general knowledge part 2

Bengali general knowledge part 2

1.কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম কুইজ’?
উত্তর : চার্লস ডিকেন্স
2. বাংলা প্রথম নাটক কোনটি ?
উত্তর : রামনারায়ণ তর্করত্নের কুলীন কুলসর্বস্ব
3. বর্ণপরিচয় (প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ) কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৮৫ সালে
4. পাঞ্জাবী ভাষায় লিখিত অক্ষরের নাম কি ?
উত্তর : গুরুমুখী
5. রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ দুটির নাম কি?
উত্তর : জীবনস্মৃতি ও ছেলেবেলা
6.  ইন্টারন্যাল ইন্ডিয়াগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ইন্দিরা গান্ধী
7. কোন সাহিত্যিক আই. সি. এস পরীক্ষায় প্রথম হয়েছিল?
উত্তর : অন্নদাশঙ্কর রায়
8. ‘চাক ভাঙা মধুনাটকটি কার লেখা ও নির্দেশনা?
উত্তর : নাট্যকার মনোজ মিত্র ও বিভাস চক্রবর্তীর নির্দেশনা
9. হাসির রাজাকোন্ সাহিত্যিককে বলা হয় ?
উত্তর : শিবরাম চক্রবর্তী
10.  রুন্দালীকার লেখা?
উত্তর : মহাশ্বেতা দেবী
11. অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ' গ্রন্থের লেখক কে?
উত্তর :ডঃ এস রাধাকৃষ্ণন
12. সারে জাঁহাসে আচ্ছা’—গানটির রচয়িতা কে?
উত্তর :কবি মহম্মদ ইকবাল
13. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? তিনি কবে শপথ বাক্য পাঠ করেন?
উত্তর : জওহরলাল নেহেরু ১৫ আগস্ট ১৯৪৭
14. পৃথিবীর আধুনিক ব্যাঙ্ক কোনটি ?
উত্তর : ইতালির 'ব্যাঙ্কে ডি-রিয়ালটো অফ ভিনিস'
15. মনোরেল কি?
উত্তর : বগিসহ রেলগাড়ি  যা একটিমাত্র রেললাইনের উপর দিয়ে চলে
16. ‘নৌকা ডুবছে তবু আমি সূর্যোদয় দেখব’—এই কথাটি কে কখন বলেছিলেন?
উত্তর : ভগিনী নিবেদিতা মৃত্যুশয্যায় শুয়ে
17. কে সবচেয়ে কম বয়সে নবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর : স্যার লরেন্স ব্যগ ১৯১৫ সালে পদার্থ বিজ্ঞানে

18. এশিয়া মহাদেশে একমাত্র কোন যাদুকরফিনিক্সপুরস্কার পেয়েছিলেন?
উত্তর : সিনিয়ার পি. সি. সরকার

19. কোন বিশ্ববিখ্যাত নর্তকীর নাম অনুসারে কেকের নামকরণ হয়েছে?
উত্তর : রাশিয়ার ব্যালেরিনা আনা পাভলোভার নামানুসারে
20.  কোন বিজ্ঞানী প্রথম জীবনে হকার ছিলেন?
উত্তর : মাইকেল ফ্যারাডে

Geography general knowledge in Bengali




Bengali general knowledge part 2 Bengali general knowledge part 2 Reviewed by Alok on April 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.