close

History General knowledge in bengali part 1

History General knowledge in bengali:হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম। আপনি যদি বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিছেন তাহলে । তাই আজকের পোস্টে জিকে  History থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.

History General knowledge in bengali part 1



1.জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন ?
উত্তর: মহাবীর
2.বেদাঙ্গের সংখ্যা কটি ?
উত্তর :6 টি
3. পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?
 উত্তর: পল্লবসিংহ বিষ্ণু
4.গায়ত্রী মন্ত্র কোন বেদের অংশ ?
উত্তর :ঋকবেদের
5. কল্পসূত্র বইটি কার লেখা?
 উত্তর: মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের গুরু ভদ্রবাহুর
6.শাক্য  রাজ্য কোন সাম্রাজ্যের  অন্তর্গত ছিল?
 উত্তর:কোশল সাম্রাজ্যের
7. মৌর্য বংশের কতজন মগধের রাজা হন?
উত্তর :12 জন
 8. পৃথিবী সেন কে ছিলেন?
 উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধান কর্মচারী
 9.সম্রাট অশোকের ধর্মনীতি লেখা শিলালিপির সংখ্যা কত ছিল?
 উত্তর : প্রায় 84 হাজার
10. মৌর্য সাম্রাজ্যের পর কে আবার মগধের অশ্বমেধ যজ্ঞ শুরু করেন?
 উত্তর :পোষ্য মিত্রের  আমলে রাজকুমার অগ্নিমিত্র
 11.মগধে ব্রাহ্মণ রাজত্বের অবসান হয় কবে ?
উত্তরঃ 18 খ্রিস্ট পূর্বাব্দে ।
ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ বই ও মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর সব গুলি পিডিএফ ভার্সন এ আছে 
12.বালাদিত্য কার উপাধি ছিল?
 উত্তর: নরসিংহ গুপ্তের
13. "প্রকাণ্ডযসা " কার উপাধি ছিল ?
উত্তর :জয় গুপ্তের
14.চন্দ্রা দীত্য কার উপাধি ছিল?
 উত্তর: বিষ্ণুগুপ্তের
15. প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি ?
উত্তর :রানী দত্তা দেবী
16.বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে?
 উত্তর: প্রথম  পুলকেশী
17.চরক সংহিতা কে লেখেন?
উত্তর: চ
18. গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন ?
 উত্তর : গুরু অঙ্গদ

19.প্রাচীনকালে উত্তরবঙ্গের নাম কি ছিল ?
উত্তর :পৌন্ড্র দেশ

20.অঙ্গ প্রদেশের রাজধানীর নাম কি ছিল?
উত্তর: চম্পা
History General knowledge in bengali part 1 History General knowledge in bengali part 1 Reviewed by Alok on March 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.