General Science bengali version For Competitive Exam Part 3
চাকরীর পরীক্ষায় বিজ্ঞানের 50 টি প্রশ্নত্তোর ও তার পিডিএফ। পর্ব 3 [ ] :
হ্যালো রিডার,
General Science bengali version For Competitive Exam:http://freegk.in/’ এডুকেশন ওয়েব পোর্টালে সবাই কে স্বাগতম। চাকরীর প্রস্তুতি, কেরিয়ার গাইডেন্স, চাকরীর খবরের বাংলা ওয়েব পোর্টাল হল reegk.in ও bengalreader.com । আগামী কয়েক মাসের মধ্যে অনেক চাকরীর পরীক্ষা আসতে চলেছে। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিদিন জেনারেল নলেজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার থেকে প্রতিদিন চাকরীর পরীক্ষার উপযোগী বিভিন্ন বিষয়ের ২৫-৫০ টি করে জেনারেল নলেজ পাবেন ও সাথে তার পিডিএফ। তাই আজকের পোস্টে বিজ্ঞান বিষয় থেকে ৫০ টি গুরুত্বপূর্ন প্রশ্নত্তোর দেওয়া হল।
আমাদের ফেসবুক : https://www.facebook.com/groups/freegk/
চাকরীর পরীক্ষায় ৫০ টি বিজ্ঞানের প্রশ্নত্তোর [ General Science bengali version For Competitive Exam:
১। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ? – রেইন গেজ।
২। ” এক্স রশ্মি ” কে আবিষ্কার করেন ?- উইলহেলম কনরাড রন্টজেন।
৩। লুনার কস্টিক আসলে কি ? – সিল্ভার নাইট্রেট।
৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ? – ক্লোরোপ্লাস্টে।
৫। ব্রঙ্কাইটিস কিসের রোগ ? – শ্বাসনালীর রোগ।
৬। ব্যাঙের শীতঘুমকে কি বলে ? – হাইবারনেশান।
৭। কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?- রাইবোজোম।
৮। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ? – স্থির মনে হবে।
৯। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।
১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? – কার্ল ল্যান্ডস্টেইনার।
১১। কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।
১২। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।
১৩। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।
১৪। ‘হাইগ্রোমিটারে’ কি পরিমাপ করা হয় ? – বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।
১৫। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ? – লাইসোজম।
১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ? – ভিটামিন A ও D
১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ? – এটিপি কমে যাওয়া
১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ?- ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।
১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ? – মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।
২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ? – এনামেল।
২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ? – ২n
২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ? – ভিটামিন বি ১২
২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ? – তিমি।
২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ? – কপ্রফ্যাগি।
২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ? – প্যারাথিয়ন।
চাকরীর পরীক্ষায় ২৫ টি বিজ্ঞানের প্রশ্নত্তোর:
২৬। মৌমাছি গড়ে কতদিন বাঁচে ?- ৫০ থেকে ৬০ দিন।
২৭। মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ?- ৪০ থেকে ৪৫ বছর বয়সে।
২৮। কোন ভিটামিনকে বায়োটিন বলে ?- ভিটামিন H /ভিটামিন B7
২৯। ফ্যাট কিসে দ্রবনীয় ?- ইথার ও ক্লোরোফর্ম।
৩০। ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ? – উঃ ১২ অনু।
৩১। ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?- উঃ ডিওডিনাম।
৩২। দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?- ইডেমা।
৩৩। “Heart of Heart” কাকে বলে ?- হিজ-এর বান্ডিল।
৩৪। হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?- বাম নিলয়।
৩৫। কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?- উট।
৩৬। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ?- প্লীহা।
৩৭। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?- ভেগাস।
৩৮। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?- পাকস্থলী।
৩৯। কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?- আড্রিনালিন
৪০। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?- ২৪ টি ভাগে
৪১। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?- বেন্থাম ও হুকার
৪২। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?- প্লাস্টিড
৪৩। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?- অ্যানাবিনা ,নস্টক।
৪৪। কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’ ?- সীসা
৪৫। ‘পিউটার’ ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?- ৫০% সীসা ও ৫০% টিন
৪৬। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ?- নিচে
৪৭। ‘ সোরেল সিমেন্ট ‘ কি কাজে ব্যাবহার করা হয় ?- দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়
৪৮। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?- ইস্পাত
৪৯। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?- সাইট্রিক অ্যাসিড
৫০। ‘টায়ালিন’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?- শ্বেতসার
চাকরীর পরীক্ষায় ২৫ টি বিজ্ঞানের প্রশ্নত্তোর:
২৬। মৌমাছি গড়ে কতদিন বাঁচে ?- ৫০ থেকে ৬০ দিন।
২৭। মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায় ?- ৪০ থেকে ৪৫ বছর বয়সে।
২৮। কোন ভিটামিনকে বায়োটিন বলে ?- ভিটামিন H /ভিটামিন B7
২৯। ফ্যাট কিসে দ্রবনীয় ?- ইথার ও ক্লোরোফর্ম।
৩০। ক্রেবস চক্রে মোট কত অনু এটিপি তৈরি হয় ? – উঃ ১২ অনু।
৩১। ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?- উঃ ডিওডিনাম।
General Science bengali version For Competitive Exam
৩২। দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ?- ইডেমা।
৩৩। “Heart of Heart” কাকে বলে ?- হিজ-এর বান্ডিল।
৩৪। হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয় ?- বাম নিলয়।
৩৫। কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?- উট।
৩৬। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না ?- প্লীহা।
৩৭। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?- ভেগাস।
৩৮। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয় ?- পাকস্থলী।
৩৯। কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?- আড্রিনালিন
৪০। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?- ২৪ টি ভাগে
৪১। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?- বেন্থাম ও হুকার
৪২। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?- প্লাস্টিড
৪৩। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?- অ্যানাবিনা ,নস্টক।
৪৪। কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’ ?- সীসা
৪৫। ‘পিউটার’ ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?- ৫০% সীসা ও ৫০% টিন
৪৬। তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ?- নিচে
৪৭। ‘ সোরেল সিমেন্ট ‘ কি কাজে ব্যাবহার করা হয় ?- দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়
৪৮। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যাবহার করা হয় ?- ইস্পাত
৪৯। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?- সাইট্রিক অ্যাসিড
৫০। ‘টায়ালিন’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?- শ্বেতসার
পোস্টটির পিডিএফ ডাউনলোড: ক্লিক করুন
600+ important general knowledge pdf download
300 General Science in Bengali version pdf download
ব্রি: দ্র: মনে রাখবেন, এই ওয়েবসাইটের কোনো আর্টিকেল কপি করে, অন্য ওয়েবসাইটে বা অন্যকোথাও ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। ‘freegk.in’ শুধুমাত্র পোস্টের লিঙ্ক শেয়ারের অনুমতি দেয়।
600+ important general knowledge pdf download
300 General Science in Bengali version pdf download
ব্রি: দ্র: মনে রাখবেন, এই ওয়েবসাইটের কোনো আর্টিকেল কপি করে, অন্য ওয়েবসাইটে বা অন্যকোথাও ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। ‘freegk.in’ শুধুমাত্র পোস্টের লিঙ্ক শেয়ারের অনুমতি দেয়।
General Science bengali version For Competitive Exam Part 3
Reviewed by Alok
on
December 27, 2019
Rating:
No comments: