close

General Science | 50 Bengali Science Question with Answer part 2


General Science | 50 Science Question with Answer:বিজ্ঞান প্রশ্নত্তোর রেলের গ্রুপ ডি পরীক্ষা সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ন। ডব্লিউবিসিএস 2020 সহ, আসন্ন সমস্ত রাজ্য ও কেন্দ্র সরকারি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স একটি গুরুত্বপূর্ন বিষয়।

‘ freegk.in‘ ওয়েব সাইটে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্নত্তোর সেট ও তার পিডিএফ পেয়ে যান। আজকের পোস্টে গুরুত্বপূর্ন বিজ্ঞান প্রশ্নত্তোর ও তার পিডিএফ দেওয়া হল। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, ডব্লিউবিসিএস 2020 ও অনান্য চাকরীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা এই মেটেরিয়ালস গুলি ডাউনলোড করে রেখে দিন ও নিয়মিত আমাদের সাইটে এসে পড়ুন।bengali wiki 

রেলের গ্রুপ ডি পরীক্ষার ৫০ টি জেনারেল সায়েন্স: General Science | 50 Science Question with Answer part 2

১. সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী – Rhino Virus.
২. প্রাণীজ ফ্যাট কঠিন ও উদ্ভিজ ফ্যাট তরল অবস্থায় থাকে কোন তাপমাত্রায় — ঘরের তাপমাত্রায়।
৩.সেন্ট্রিওল আবিষ্কার করেন কে – বােভেরী (১৮৮৮ সালে)।
৪. স্ট্রেপটোকক্কাস ও গনােকক্কাস কী – গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ।
৫. কোশ বিভাজনের কোন দশায় বােকে স্টেজ দেখতে পাওয়া যায়—লেপ্টোটিন উপদশায়।
৬. Intersex অবস্থা কাকে বলে – কোনাে জীব স্ত্রী ও পুরুষ লিঙ্গের মাঝামাঝি দশা প্রাপ্ত হলে।
৭. কোন কোশ তেল, ট্যানিন, ধাতব কেলাস ইত্যাদি সঞ্চয় করে ইডিওব্লাস্ট।
৮. অস্থিকোশ কয় প্রকার ও কী কী—তিন, প্রকার Osteoblast, Osteoclast ও Osteocytę.
৯. লেগ হিমােগ্লোবিন কী – এক প্রকার লৌহঘটিতরঞ্জক, যা উদ্ভিদের অকুঁদে অবস্থান। করে ও নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে।
১০. ইন্টারফেরন কী — এক প্রকার কোশ নিঃসৃত রাসায়নিক পদার্থ, যা ভাইরাস প্রতিরােধক পদার্থ।
১১. টাইফয়েডব্যাকটেরিয়ার আকৃতি কেমন—দণ্ডাকার।
১২. ক্যাপসিড আবরণের এককগুলিকে কী বলে –ক্যাপসসামিয়ার।
১৩. ক্ষুদ্রতম ও বৃহত্তম ভাইরাসের নাম কী —রাইনাে ভাইরাস (10nm), পক্স ভাইরাস
—ভ্যারিওলা (300 – 400 mm)।
১৪. কাকে প্রােটিস্টার অন্তর্ভুক্ত করা হয় – ব্যাকটেরিয়াকে।
১৫. কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় – ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।
১৬. কাকে কলােনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল বলা হয় —ভলভক্সকে।
১৭. পামেলা দশা কার মধ্যে দেখা যায় — ক্ল্যামাইডােমােনাসের মধ্যে।
১৮. ভাউকোরিয়া কী—একটি সিনােসাইটিক শৈবাল।
১৯. নিউমােনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কেমন – গােলাকার।
২০. কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় –মিউকরের।।
২১. মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে – ডায়াস্টেজ উৎসেচক।
২২. শ্বেত রক্ত কনিকা আবিষ্কৃত হয় কবে – ১৯২২ সালে।
২৩. মাছের পাখনা-পচন রােগ কী ঘটিত -ব্যাকটেরিয়া।
২৪. হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী প্রকৃতির — যথাক্রমে হেটেরােসারকাল ও হােমােসারকাল প্রকৃতির।
২৫. কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধুবলেন – ডারউইন।
২৬. কোন প্রাণী দুটি স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে — প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।
২৭. IVF কী – In vitro fertilization
২৮. জলরন্ধ্র থাকে কোন উদ্ভিদে – কচু, টম্যাটো।।

General Science | 50 Science Question with Answer


২৯. রেট্রোভাইরাস-এর উদাহরণ কী —HIV.
৩০. কোথায় সােয়ান কোশ লক্ষ্য করা যায় – স্নায়ুকোশ বা, নিউরােনে।
৩১.হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয় —স্যালিক্স কাঠ।
৩২. কার কোশ বিভাজন ঘটে না – ভাইরাসের।
৩৩.EDTA রক্ততঞ্চন বিরােধী হিসাবে কোথায় ব্যবহৃত হয় — ব্লাড ব্যাঙ্কে।
৩৪. শিশুদের প্রােটিন অপুষ্টিজনিত রােগ কী – ম্যারাসমাস ও কোয়াসিওকর।
৩৫. ডিহাইড্রেশনের সময় দেহ তরলের পরিমাণের শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে – 20%,
৩৬. ভিটামিন Aর অভাবে কী ঘটতে পারে – জেরফথ্যালমিয়া।
৩৭. স্টার্চ, সেলুলােজ, গ্লাইকোজেন কী — পলিস্যাকারাইডের উদাহরণ।।
৩৮. গ্যাস্ট্রিন কী – পাকস্থলী মধ্যস্থ G কোশ থেকে ক্ষরিত একপ্রকার পেপটাইড হর্মোন।
৩৯. GnRH টি মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয় –হাইপােথ্যালামাস।
৪০. দুটি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায় – গােবি মরুভূমিতে।
৪১. Donkey কী – (গৃহপালিত) পােষা বুনাে গাধা।
৪২. Aseel, Basara, Chittagong ইত্যাদি কী – দেশি জাতের মুরগী।
৪৩. লাইসােজোম কোশ অঙ্গাণু কী হিসাবে কাজ করে – অটোফ্যাগােজোম ও হেটেরােফ্যাগােজোম হিসাবে।
৪৪. মাছের ফুলকা-পচন রােগ কী ঘটিত – ছত্রাক।
৪৫. মাই টোকনড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল – DNA থাকার জন্য।
৪৬. সাইন্যাপসিস কী – হােমােলােগাস ক্রোমােজোমের জোড়বন্ধন অবস্থা।
৪৭. কোলাজেন তন্তু কী হিসাবে প্রােটিন ধারণ করে রাসায়নিকভাবে।
৪৮. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী হৃৎপেশীর।
৪৯. মাম্পস, মােজাইক ও পােলিও ভাইরাসের আকৃতি কেমন — মাম্পস ডিম্বাকার, মােজাইক দণ্ডাকার, পােলিও গােলাকার।
৫০. কলেরা ব্যাকটেরিয়ার আকৃতি কেমন –কমাকৃতি।

Click here to download Bengali Science Question with Answer 

General Science | 50 Bengali Science Question with Answer part 2 General Science | 50 Bengali Science Question with Answer part 2 Reviewed by Alok on December 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.