Science In bengali | পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ১ সেট প্রশ্নত্তোর
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর :
হ্যালো রিডার,
এবছর রেলওয়ে পরীক্ষায় বিজ্ঞান একটি গুরুত্বপূর্ন বিষয়। জেনারেল স্টাডিসের মধ্যে শুধূ মাত্র বিজ্ঞানের(Science In bengali)উপর প্রশ্ন থাকবে। তাই আজকের পোস্টে বিজ্ঞান বিষয় থেকে সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর দেওয়া হল। আশা করি তোমাদের খুবই উপকারে আসবে।
ডিজিটাল মাধ্যমে বাংলায় ভাষায় ও ইংরাজী ভাষার প্রস্তুতি ও পড়াশুনার জন্য ‘freegkও bengalireader.com ’ নিয়ে এলো বাংলার ছাত্র-ছাত্রীদের জন্যে নিয়ে এল ‘বিভিন্ন পিডিএফ ও জিকে ,বুক ও অন্যান্য তথ্য ’। আশা করি, আমাদের ছোট্ট প্রয়াশ তোমাদের তথা বাংলার ছাত্র-ছাত্রী দের অনেক উপকারে আসবে। নীচের পোস্ট টি ভালো লাগলে, উপরের হোয়াটসঅ্যাপ, আইকনে ক্লিক করে আপনাদের বন্ধু, গ্রুপের সাথে শেয়ার করুন।
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ৬৫ টি প্রশ্নত্তোর|Science In bengali
১।পূৰ্ণ বয়স্ক মানুষের দেহত্বকে স্বেদগ্রন্থির সংখ্যা কত – আনুমানিক ২০-৩০ লাখ।
২।স্বেদগ্রন্থি কপ্রকার – এই দুপ্রকার: উক্ষরা বা, এন্ডােক্রিন গ্রন্থি ও অপক্ষরা বা, অ্যাপােক্রিন গ্রন্থি। ।
৩। জনন কী ধরণের গ্রন্থি – একরকম পরিবর্তিত দুগ্ধ ক্ষরণকারী অপক্ষরা স্বেদগ্রন্থি।
৪। অবিদিত স্বেদ কাকে বলে – ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও সম্পর্কবিহীন অবস্থায় ত্বকীয় রক্তজালক থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে জল দেহানুভূতিহীনভাবে বাষ্প হয়ে সরাসরি দেহের বাইরে বেরােয় প্রতিদিন প্রায় ৮০০ মি.লি.)।।
৫।মানুষের দেহ থেকে দৈনিক কত পরিমাণ । ঘাম বেরােয় — গড়ে ১ লিটার।
৬।জনন কী – বংশবিস্তার ও প্রজাতির অস্তিত্ব রক্ষার প্রক্রিয়া।।
৭।গােনাডস কী পুং জননকোশ ও স্ত্রীজননকোশ উৎপন্নকারী যৌন গ্রন্থি দুটিকে গােনাডস বলে।
৮। অস্থিকোশ করকমের আছে – ৩ রকমের অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট।
৯।জননতন্ত্র কী-জননের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন মুখ্য ও আনুষঙ্গিক অঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্ৰ।
১০। শুক্রাশয় ও ডিম্বাশয় কী – পুরুষ ও স্ত্রীদেহের মুখ্য যৌনগ্রন্থি বা, প্রাথমিক জননাঙ্গ।
১১। শুক্রাণু উৎপাদনের দুটি পর্যায় কী কী – স্পার্মাটোসাই টোজেনেসিস। স্পার্মিওজেনেসিস।
১২। পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুর বেরােনােকে কী বলে – ওভুলেশন।
১৩।ডিম্বাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে কী ক্ষরিত হয় – ইস্ট্রোজেন, প্রােজেস্টেরােন ও রিলাক্সিন হরমােন।
১৪। স্ত্রীদেহের ফ্যালােপিয়ান নালীর শেষ প্রান্তে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনকে কী বলে – নিষেক।
১৫। অ্যাগেট কী – সাধারণ তুলাযন্ত্রের তুলাদণ্ডের ঠিক মাঝখানে প্রিজম আকৃতির ইস্পাতের তৈরি ক্ষুরধার অংশ।
১৬। তুলাযন্ত্রের রাইডার কী জন্য ব্যবহৃত হয় — 5mg বা, 10mg এর সূক্ষ্ম ভর পরিমাপের জন্য।
১৭। স্বল্প সময়ের অবকাশ মাপতে কোন দুটি ঘড়ি ব্যবহার করা হয় – স্টপ ব্লক ও স্টপ ওয়াচ।
১৮। কোন ঘড়িতে গ্রীনিচ সময় নির্দেশিত হয় – ক্রনােমিটার।
১৯। উপগ্রহ উৎক্ষেপণে, সময় মাপার কাজে কোন ঘড়ি ব্যবহৃত হয় – মেট্রোনাম।
২০। কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় – ফ্যাদম।
২১। সিসমােগ্রাফ কী – ভূকম্পন মাপার যন্ত্র।
২২। বহু দূরের দুটি জাহাজের মধ্যে দূরত্ব। মাপতে কোন একক ব্যবহৃত হয় – নটিক্যাল মাইল।
২৩। আলােক প্রবাহের একক কী – লুমেন।।
২৪। লুমেন/বর্গমিটার ও লুমেন/বর্গ সেমি একক দুটির নাম কী – লাক্স ও ফট।
২৫। ঔজ্জ্বল্যের তিনটি এককের নাম কী – স্টিলব, নিট ও ল্যাম্বার্ট।।
২৬। সামতলিক কোণ ও Solid angle-এর একক কী – রেডিয়ান ও স্টেরেডিয়ান।
২৭। পতনশীল বস্তুর বিভিন্ন সূত্র কে বের করেন – গ্যালিলিও গ্যালিলেই।
২৮। অভিকর্ষ বল কী – পৃথিবী যে বলে তার কাছের বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে।।
২৯। অভিকর্ষজ ত্বরণ (g)এর মান এম.কে.এস. পদ্ধতিতে কত – 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার
৩০। পৃথিবীর কাল্পনিক কেন্দ্রে কোনাে বস্তুর ওজন কত – শূন্য।
৩১। কোনাে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল সম মেরু অঞ্চলে বেশি – মেরু অঞ্চলে।
৩২। কোনাে বস্তুর ওজন পৃথিবীতে mNহলে চাদে তার ওজন কত – m/6xN
৩৩। কোন যন্ত্র দিয়ে বস্তুর ওজন মাপা হয়।– স্প্রিং তুলা।
৩৪। স্প্রিং তুলার অন্য নাম কী ও এটি কোন দেশীয় শব্দ – ডিনামােমিটার, গ্রিক শব্দ।
৩৫। সাধারণ তুলাযন্ত্র দিয়ে বস্তুর কী পরিমাপ করা হয় – ভর।
৩৬। কৃত্রিম উপগ্রহে ও বিনা বাধায় পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজন কত হয় – শুন্য।
৩৭। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী কোনাে বস্তু আলাের বেগে গতিশীল হলে তার ভর কেমন হবে – অসীম।
৩৮। পদার্থের অবিনাশি সূত্রকে বের করেন – বিজ্ঞানী অ্যান্টনি লরেন্ট ডে ল্যাভয়সিয়ের।
৩৯। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ কিমি ওপরে। তৈরি তড়িতাহিত কণার বলয়টির নাম কী – ভ্যান অ্যালেন বলয়।
৪০। সব ধরণের শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতেহতে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় – তাপশক্তিতে।
৪১। কোন ধাতুর ওপর আলাে পড়লে বিদ্যুৎ প্রবাহ হয় – সেলেনিয়াম।
৪২। ভর ও শক্তির পারস্পরিকরূপান্তর বিষয়ে। গণনার ক্ষেত্রে আইনস্টাইনের সূত্রটি কী E =mc2 (সি স্কোয়ার)
৪৩। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি কী নিখিল বিশ্বে সর্বদা ভর ও শক্তির মােট পরিমাণ ধ্রুবক ও অপরিবর্তনীয়।
৪৪। টর্চের সুইচ চালু করলে ব্যাটারিতে কোন শক্তির রূপান্তর ঘটে –রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তি।
৪৫। মহাবিশ্বে প্লাজমা অবস্থায় আছে কোন – কোন পদার্থ – সূর্য-সহ সব নক্ষত্র।
৪৬। পদার্থের বিভিন্ন অবস্থায় বদলের কারণ। কী – পদার্থের অন্তর্নিহিত তাপশক্তি তথা অণুগুলির স্থৈতিক ও গতিশক্তির তারতম্য।।
৪৭। কর্পুরকে গরম করলে তা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয় – উর্ধ্বপাতন।
৪৮। গলন কোন অবস্থান্তর প্রক্রিয়া — উচ্চ অবস্থান্তর।
৪৯। পদার্থের কোন দুটি অবস্থার মধ্যে হিমায়ন ঘটে – তরল থেকে কঠিন।
৫০। নিডারিয়া পর্বে অযৌন দশা কী – জুওয়েড।
৫১। ভলভ্যান্ট, পেনিট্রান্ট, গ্লুটিনেন্ট, হেক্সাকান্থএর মধ্যে কোনটির সঙ্গে অন্যগুলাের মিল নেই – হেক্সাক্যান্ত।
৫২। অ্যামিবােসাইটএর সমার্থক শব্দ কোনটি — আর্কিওসাইট।
৫৩। থাইরয়েড গ্ৰন্থি কোন কশেরুকার মধ্যে। থাকে – ৫ ও ৭।
৫৪। কোন কারণে ব্যাকটেরিয়া আদি উদ্ভিদ। — নিউক্লিয়াসের অনুপস্থিতির কারণে।
৫৫। কোন বৈশিষ্ট্য শৈবালে দেখা যায় না। – কাইটিনযুক্ত কোষপ্রাচীর।
৫৬। রিকসিয়া কোন জাতীয় উদ্ভিদ – উভচর।
৫৭। পায়রার বৃক্কের সামনে থাকা হলুদ রঙের গ্রন্থিকলাকে কী বলে – ক্রোমাফিল কলা।
৫৮। পদার্থের নিউক্লিয়াসের আকার কোন এককের সাহায্যে মাপা হয় — ফার্মি।
৫৯। অশাখ কাণ্ডের সমার্থক শব্দ কোনটি
কডেক্স।
কডেক্স।
৬০। আনুভূমিক অবস্থিত দুর্বল কাণ্ডের অন্য নাম কী – ব্রততী।
৬১। কোন গাছে সপক্ষল পত্ৰবৃন্ত দেখা যায়।
— লেবু।
— লেবু।
৬২। আলােকবর্ষ কীসের একক – দূরত্বের।
৬৩। আতা কোন জাতীয় ফল — গুচ্ছিত।
৬৪। AA BB CC ও aa bb cc
অন্তঃলক্ষণযুক্ত দুটো গাছের সঙ্করায়নে উৎপন্ন প্রথম অপত্য জনুতে (F1) গ্যামেট সৃষ্টির সময় কত রকমের গ্যামেট তৈরি হবে – ৮ রকমের।
অন্তঃলক্ষণযুক্ত দুটো গাছের সঙ্করায়নে উৎপন্ন প্রথম অপত্য জনুতে (F1) গ্যামেট সৃষ্টির সময় কত রকমের গ্যামেট তৈরি হবে – ৮ রকমের।
৬৫। উভচর ও পক্ষী উভয়ের কোন বৈশিষ্ট্য থাকে – অবসারণী ছিদ্র।
ডাউনলোড করার জন্য ক্লিক করুন -Download
18000+ general knowledge in Bengali version download pdf
ডাউনলোড করার জন্য ক্লিক করুন -Download
18000+ general knowledge in Bengali version download pdf
Science In bengali | পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাম্ভব্য ১ সেট প্রশ্নত্তোর
Reviewed by Alok
on
December 24, 2019
Rating:
No comments: