Geography gk in bengali part 1
Geography gk in bengali:হ্যালো রিডার,‘freegk’ তে সমস্ত ছাত্র-ছাত্রী, চাকুরী প্রার্থীদের স্বাগতম। যেকোনো সরকারি চাকরীর পরীক্ষায় Geography gk in bengali বিষয় খুব গুরুত্বপূর্ন। সমস্ত পরীক্ষায় জিকে এসে থাকে । তাই আজকের পোস্টে জিকে Geography gk in bengali থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ দেওয়া হলো.সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ টা কাজে লাগতে পাবে তাই অবশ্যই ডাউনলোড করে নিন.কয়েকটির নমুনা দিলাম .সম্পূর্নই ডাউনলোড নিম্নের লিংক থেকে
Geography gk in Bengali
1.
‘বিহারের দুঃখ’ কোন নদীকে বলা হয়?
উত্তর: কোশী।
2.
জাস্কার পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী?
উত্তর: কামেট।
3.
পৃথিবীর দীর্ঘতম Main-Stream বাঁধ ভারতের কোন বাঁধ?
উত্তর: তেহরি
বাঁধ
4.
কোন দুটি দেশের সীমান্তে তিনবিঘা করিডর অবস্থিত?
উত্তর: ভারত
এবং বাংলাদেশ।
5.
ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী, এবং এটি কোন উপত্যকায়
অবস্থিত?
উত্তর: সিয়াচেন,
নুব্রা উপত্যকায় অবস্থিত।
6.
ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
উত্তর: ভাকরা
নাঙ্গাল পরিকল্পনা।
7.
সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তর: গুজরাট।
8.
‘ভারতের ম্যাঞ্চেস্টার’ কাকে বলে?
উত্তর: গুজরাটের
আমেদাবাদকে।
9.
ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন্ দেশের সাহায্যে
গড়ে উঠেছে?
উত্তর: পূর্বতন
সোভিয়েতয়েত যুক্তরাষ্ট্র।
10.
উর্বর পলিমাটি ও প্রচুর বৃষ্টিপাত কোন্ প্রকার শস্য চাষের উপযোগী
?
উত্তর: ধান।
11.
ভারতের কোন নদী প্রকল্পটি একটি রাজ্যে নিয়ন্ত্রিত?
উত্তর: তাওয়া
প্রকল্প।
অন্যান্য গুরুত্বপূর্ণ জিকে গুলি
- 500 Geography In Bengali General Knowledge For Competitive Exam| চাকরীর পরীক্ষায় 500 টি ভূগোলের প্রশ্নত্তোর ও পিডিএফ
- Geography Book In Bengali Version Class 9-10
- West Bengal Geography Book PDF Download Bengali
- .1000 NTPC GENERAL KNOWLEDGE
- 1000 Bengali General knowledge pdf download
- .1000+ Static Gk For All Competitive Exams
- ৭০০ টি গুরুত্বপূর্ণ জিকে
- .জাতিসংঘ সম্পর্কে বাংলাতে জানুন
- .All Subject Gk In One Pdf
- পরিবেশবিদ্যা জিকে
- .উদ্ভাবক এবং তাদের আবিষ্কার জিকে
- কম্পিউটার সম্পর্কিত জিকে
- .বিভিন্ন রাজ্যর প্রাদেশিক নৃত্য
- .বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ জিকে
- .৯০০০+ জিকে পিডিএফ
- .Download Now 500 Environmental Science Question And Answer Bengali
12.
ভারতের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত?
উত্তর: নর্মদা।
13.
শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর: তামিলনাড়ু।
14.
কোন কোন রাজ্যের ভিতর দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে?
উত্তর: উত্তরপ্রদেশ,
মধ্যপ্রদেশ ও রাজস্থান।
15.
ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ত্তর: ৬১০০
কিমি।
16.
K-2 কোন্ পর্বতশ্রেণীতে অবস্থিত?
উত্তর: কারাকোরাম
শ্রেণিতে।
17.
পশ্চিমঘাট পর্বত অঞ্চলে কী ধরনের বনভূমি দেখা যায়?
উত্তর: চিরহরিৎ
বৃক্ষের বনভূমি।
18.
সুরাট শহর কোন নদী তীরে অবস্থিত?
উত্তর: তাপ্তি।
19.
কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয় ?
উত্তর: কেরল।
20.
সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত?
উত্তর: নর্মদা ও
তাপ্তি।
Geography gk in bengali part 1
Reviewed by Alok
on
March 16, 2020
Rating:
No comments: